ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

কাউখালীতে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪২

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের সভাকক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুপুর সুলতানার সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন- কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা ইয়াসমিন কলি, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহ আলম শাহজাদা, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক রিয়াজ আহমেদ, শহিদুল ইসলাম, হাফিজ খান, ছাত্র অভিভাবক নাজমা বেগম।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।

প্রধান শিক্ষক বলেন, আমরা মাঝে মাঝে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করি। এতে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরো বেশি খেয়াল রাখে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ