কুড়িগ্রামের রাজিবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য জানান।
এরআগে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী ও টঙ্গী স্টেশন রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিষ্ণুপুর স্বর্ণকারপাড়া এলাকার মৃত শুক্কুর মুন্সির ছেলে আবু হানিফ (৬৮) ও রাজবাড়ী সদরের গঙ্গাপ্রাসাদপুর এলাকার মৃত রিয়াজ শেখের ছেলে ফারুক শেখ (৫৫)।
ওসি আশিকুর রহমান জানান, ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক এনামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় রৌমারী ও রাজীবপুর সড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ নিবিড় পর্যালোচনা করা হয়। ইজিবাইকে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সকালে রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি এলাকার নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়া চালাতে বের হন চালক এনামুল হক। ওইদিন রাতে ফেরার কথা থাকলেও আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি স্লুইসগেইট নামক এলাকার একটি ধানখেত থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ