ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২

কিশোরগঞ্জের হোসেনপুরে ছবি তোলাকে কেন্দ্র করে বখাটেরা এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও প্রতিযোগিতা চলছিল। এসময় ছবি তোলাকে কেন্দ্র করে বখাটেরা ৮ম শ্রেণির শিক্ষার্থী কায়সার শেখকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর সাথে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিবরণ শুনছেন।

আহত শিক্ষার্থীর নাম মো. কায়সার শেখ। সে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র আব্দুল কাদির ও পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তার দম্পতির ছেলে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ