ময়মনসিংহ বিভাগে প্রথম দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬০৪ জন। এছাড়া বহিষ্কার হয়েছে ৪ জন।
বোর্ডের ১৫৫ কেন্দ্রে এদিন এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৬ হাজার ৩৫ জন্য পরীক্ষার্থী। তারমধ্যে উপস্থিত ছিল এক লাখ ৫ হাজার ৪৩১ জন।
পরীক্ষা সুষ্ঠু করতে ভিজিল্যান্স টিমের পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। প্রথম দিন পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রগুলোর সামনে ভিড় ছিলো শিক্ষার্থী-অভিভাবকদের।
এদিকে প্রথম দিনের বাংলা প্রথম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারমধ্যে ময়মসনসিংহের ২ জন, জামালপুরের একজন এবং শেরপুরের একজন।
এছাড়া পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সামছুল ইসলাম।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ