ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রেল ইঞ্জিনের হুকে ঝুলে ২৫ কি.মি. দূরে গিয়ে পড়েন পান ব্যবসায়ী!

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় আব্দুল বারেক মিয়া (৬৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক মিয়া আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের পান ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, আব্দুল বারেক মিয়া সকালে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এ সময় ইঞ্জিনের মাথার হুকে ঝুলে প্রায় ২৫ কি.মি. দূরত্বে গিয়ে ভৈরব রেলওয়ে স্টেশনে পড়েন তিনি। পরে তার মরদেহটি উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

নিহতের ছেলে রুমান জানান, সকালে নিজ বাড়ি হাসনাবাদ উত্তরপাড়া থেকে হাসনাবাদ বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে মোবাইল ফোনে কথা বলার সময় দূর্ঘটনাটি ঘটেছে।

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি শুনে এলাকার সাধারণ মানুষের মাঝে আফসোস আর শোকের ছায়া নেমে আসে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ