ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনুমোদন ছাড়া গো খাদ্য বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪

নড়াইলের বড়দিয়ায় তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বড়দিয়া বাজারের তিনটি দোকান অনুমোদন ছাড়া গো খাদ্য বিক্রি করার অপরাধে এ জরিমানা করেন তিনি।

জানা যায়, এ সময় লাইসেন্স ছাড়া গো খাদ্য বিক্রির অপরাধে বাজারের বড়দিয়া বানিজ্য ভান্ডারের মালি তরুণ দাশকে ৪ হাজার, হাফিজুর রহমান ও বেলায়েত আলীকে ২ হাজারসহ মোট তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত গো খাদ্য বিক্রির লাইসেন্স করার নির্দেশনাও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজনিনসহ পুলিশের একটি দল।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ