ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

আট বছর পর সাজা পেলেন জেএমবির ৮ সদস্য

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪

বাগেরহাটে পুলিশের ওপর বোমা নিক্ষেপকারী ৮ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া এলাকায় জেএমবির অবস্থানের কথা জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের একটি ঘর থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং পরবর্তীতে বাকি চারজনকে বিভিন্ন সময়ে আটক করা হয়। এদের মধ্যে দুইজন জামিনে থাকলেও রায়ের সময় তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আট বছর পর আদালতের শুনানী শেষে আসামিদের মধ্যে দুজনকে তিন বছর, অপর দুইজনক দুই বছর এবং বাকি আসামিদের একবছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং একজন বাদে বাকিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আটকদের কারাগারে পাঠানো হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন এপিপি মো. শহীদুজ্জামান। তিনি এই রায়ে সন্তোষ জনান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ