ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯

কুড়িগ্রামের উলিপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪০) ও মো. বাবুল আকতার (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মসিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম ধামশ্রেণি ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের ছেলে।

অপরদিকে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে মো. বাবুল আকতারকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বাবুল আকতার রৌমারী চর বোয়ালমারী গ্রামের মাদক কারবারি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ