কুড়িগ্রামের উলিপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪০) ও মো. বাবুল আকতার (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মসিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম ধামশ্রেণি ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের ছেলে।
অপরদিকে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে মো. বাবুল আকতারকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বাবুল আকতার রৌমারী চর বোয়ালমারী গ্রামের মাদক কারবারি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ