বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ইসরাফিলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

নড়াইলে ক্ষেতমজুর ইসরাফিল মোল্লার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকাবাসী ও নিহতের স্বজনরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চাঁচুড়ি বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে যোগ দিতে এ দিন নিহতের নিজ গ্রাম কৃষ্ণপুর, চাঁচুড়িসহ আশেপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সবাই চাঁচুড়ি বাজারে সমবেত হন। পরে সবার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। স্লোগানে স্লোগানে খুনিদের ফাঁসির দাবি তোলা হয়। মিছিলটি চাঁচুড়ি বাজার ঘুরে চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তারপর সবাই সড়কে হাতেহাত ধরে মানববন্ধনে সামিল হন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা নিরীহ ক্ষেতমজুর ইসরাফিল মোল্লার খুনিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।

৪ ফেব্রুয়ারি এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ একটি মাছের ঘেরে কাজ করতে গেলে প্রতিপক্ষের রোষানলে হত্যাকান্ডের শিকার হন ক্ষেতমজুর ইসরাফিল মোল্লা। এ হত্যাকান্ডে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ২১ জনের নামে কালিয়া থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন এবং অন্যরা পলাতক।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ