বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বারোমাসি খালে মিলল অজ্ঞাতনামার মরদেহ

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮

চট্টগ্রামের মিরসরাইয়ে খাল থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মুহুরীপ্রজেক্ট সড়কের পাশে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, জোরারগঞ্জ মুহুরীপ্রজেক্ট সড়কে চলাচলের সময় বারোমাসি খালে একটি মরদেহ দেখা যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে। ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও মুখে দাঁড়ি রয়েছে।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাস্টার বলেন, আমার ইউনিয়নে বারোমাসি খালে একটি মরদেহ দেখে এলাকার লোকজন আমাকে জানান। এরপর পুলিশকে বিষয়টি অবহিত করি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আলম হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। কিভাবে মারা গেছে, তাও এখনো নিশ্চিত না।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ