বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

র‍্যাবের ওপর হামলা, পুলিশ সুপার বললেন ‘এটা র‍্যাবের ব্যাপার’!

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৮

নরসিংদীর রায়পুরায় মাদক কারবারিদের সশস্ত্র হামলায় র‌্যাবের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ইমরান হাসান নামে র‌্যাবের এক কনস্টেবলের ডান হাতের তিন আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন এবং তার মাথায় কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

ইমরান হাসানসহ হামলায় আহত মাসুম বিল্লাহ ও রায়হান নামে ওপর দুই র‍্যাব সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার উত্তরা থেকে র‌্যাব-১ এর এএসপি তারিকুল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকে র‌্যাবের একটি দল নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষ্য ইউনিয়নের সোনাকান্দী গ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়।

এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে (৪০) আটক করে র‌্যাব। পরে তাকে নিয়ে আসার পথে এলাকার মাদক কারবারীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের ব্যারিকেড দিয়ে মাদক কারবারি ইউনুস আলীকে ছিনিয়ে নেয়।

এসময় মাদক কারবারিরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব-১ এর সদস্য কনস্টেবল ইমরান হাসানের ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় মাসুম বিল্লাহ ও রায়হান নামে আরও দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘এটা র‌্যাবের ব্যাপার। তবে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে ঢাকার উত্তরা র‌্যাব-১ এর এএসপি তারিকুল ইসলামের মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন কেটে দেন।

এমনকি নরসিংদীর পুলিশ সুপার, নরসিংদী র‌্যাব-১১ ও রায়পুরা থানা পুলিশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও, তারা বিষয়টি এড়িয়ে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ