পটুয়াখালীর কলাপাড়ায় মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদরাসায় রাতের আঁধারে ৪ টন সরকারি বই বিক্রি করা সেই অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে এক স্মারকের মাধ্যমে তাকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন শোকজ করেন। এদিকে মাদরাসার অধ্যক্ষসহ পাঁচজনের নামে মহিপুর থানা পুলিশের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
জানা যায়, বিনামূল্যে শিক্ষার্থীদের বিতরণের জন্য দেওয়া বই বিক্রির চেষ্টায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আগামী পাঁচদিনের মধ্যে জানাতে বলা হয়েছে, বই বিক্রি করা সেই অধ্যক্ষকে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১১ ফেব্রুয়ারি) ওই মাদরাসার প্রায় ৪ টন বই এক ব্যবসায়ীর কাছে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রাতের আঁধারে বিক্রি করেন। সেদিন গভীর রাতে ট্রাকে করে এসব বই উত্তরবঙ্গে নিয়ে যাওয়ায় সময় ট্রাকসহ বই জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে তদন্ত শেষ করে অধ্যক্ষকে শোকজ করেন ইউএনও।
মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইলটি বন্ধ ছিল।
এ বিষয় ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করেছি। ওই অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। তিনি লিখিতভাবে জবাব দেওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।
নয়া শতাব্দী /আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ