লালমনিরহাট সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চেয়ারম্যান গ্রুপ ও মেম্বার গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের রাজপুর ইউনিয়নে তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফা ও ইউপি সদস্য আলমের গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিকেলে এ সংর্ঘষের ঘটনা ঘটে। রাজপুরের হুদির বাজার সংলগ্ন গ্রামে দুর্বৃত্তরা ঘরে ঘরে ঢুকে নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে হামলা চালায়। এ হামলার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেছে।
২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে রাজপুর ইউনিয়নের এক প্রভাবশালী বিএনপি নেতা তিস্তা চরের জমি দখল করে বিশাল মাছের প্রজেক্ট গড়ে তুলেন। সেই সময় এই চরের জমি উদ্ধারে পুলিশ সুপারের কাছে হাজার হাজার মানুষ অভিযোগ করে। যা রক্তাক্ত রাজপুর নামে পত্রিকায় সিরিজ রিপোর্ট হয়। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এখানে এসেছিলেন। পরবর্তীতে সেনা সমর্থিত সরকারের আমলে এই চক্রটি চুপ ছিল। এখন পুনরায় এই চক্রটি সরকারি দলে যোগ দিয়ে পুনরায় জমি দখলে মেতেছে।
সদর থানার অফিসার ইনাচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষ থানায় এখনো অভিযোগ দায়ের করেনি। বিষয়টি চেয়ারম্যান ও মেম্বারের জমি নিয়ে দ্বন্দ্ব ।
উল্লেখ্য, তিস্তা নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। এই চরের জমিতে নানা ফসল ফলছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ সরকার নিচ্ছে বলে ব্যাপক প্রচার প্রচারণা রয়েছে। এদিকে তিস্তা চরের হাজার হাজার হেক্টর জমি সৌর প্যানেল কোম্পানি ও বহুজাতিক হাউজিং কোম্পানি অবৈধভাবে ক্রয় করছে। তিস্তা চরের জমি এখন সোনার চেয়ে দামি হয়ে উঠেছে। এই জমি নিয়ে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকে। এই জমি দখলে সব সময় সব সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির নেপথ্যে কাজ করে থাকে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ