চাঁদপুরে মেঘনা নদী সংলগ্ন রাস্তার ওপর থেকে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করেছে মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় ৪ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি অটোরিকশাসহ মোট ১১ জনকে আটক করা হয়।
পরে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর এলাকায় দুস্থ-অসহায়দের মাঝে এবং এতিমখানাতে জাটকাগুলো বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান।
আটকরা হলেন- বাশার প্রধান (২২), নূর আলম (২২), মো. সাগর (২৫), আশিক বর্মন (২৪), বিপুল বর্মন (২৪), মো. সুমন মোল্লা (২৪), মো. কালু (২২), বিজয় বর্মন (২৪), মো. মেহেদী হাসান (১৯), মো. মুক্তার হোসেন (৫৫) ও আরিফ হোসেন (২২)।
মুনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মতলব উত্তরের বাবুবাজার আড়তের সামনে মেঘনা নদী সংলগ্ন রাস্তার ওপর থেকে ছয়টি অটোরিকশা, ৯ জন জেলে ও দশানী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌকাসহ ২ জেলেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে ৪টি মামলা করা হয়েছে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান আরও জানান, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মতলব উত্তর সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শকরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ