ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

দর্শনায় সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান নিহত

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লেগে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম (৮৫) নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা -মুজিবনগর সড়কের রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মোড়লের বড় ছেলে। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আরামডাঙ্গার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ

হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নয়াশতাব্দী/ডিএ/

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ