ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

ভাত-মাংস খেয়ে তৃপ্ত এতিম শিশুরা, প্রশংসিত অটোচালক

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮

এতিম শিশুদের জন্য একবেলা ভাত-মাংস খাওয়ানোর আয়োজন করে রীতিমত আলোচনায় জিতু মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক।

হবিগঞ্জের বানিয়াচংয়ের এই অটোরিকশা চালকের এমন ব্যতিক্রমী উদ্যোগে যারপরনাই খুশি স্থানীয় আল মদিনা শিশু একাডেমি ও এতিমখানার শিশুরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের কালিকাপাড়াস্থ আল মদিনা শিশু একাডেমি ও এতিমখানার অন্তত ৮০ জন শিশুর জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।

খাবারের মেন্যু হিসেবে ছিল সাদা ভাত, গরুর মাংস, সবজি ও ডাল। অটোরিকশা চালক জিতু মিয়ার উদ্যোগে এসব খাবার পরিবেশন করা হয়।

ব্যতিক্রমী এই আয়োজন এবং ভাত-মাংসের স্বাদ পেয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আল মদিনা শিশু একাডেমি ও এতিমখানার শিশুরা। পাশাপাশি তাদের জন্য দোয়াও করে তারা।

এ বিষয়ে অটোরিকশা চালক জিতু মিয়া জানান, এতিম ও অসহায়দের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন টিপু ও লুবনা নামে দুজন।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির (নতুন বাজার লাইন) সাধারণ সম্পাদক এসআর সবুজ, ইউপি সদস্য তোফাজ্জুর হোসেন, অটোরিকশা মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ সেলিম মিয়াসহ মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা।

অটোরিকশা চালক জিতু মিয়া এর আগেও বিভিন্ন মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণসহ নানাভাবে আর্থিক সহায়তা করেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ