ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ছদ্মনামে ১১ বছর ধরে আত্মগোপন, অতঃপর...

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮

পিরোজপুরে মো. নাজমুল হাসান নাইম নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। ১১ বছর পলাতক থাকার পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নাজমুল হাসান নাইম পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মো. শফিকুল আলম হাওলাদারের ছেলে। মামলা রুজুর পর থেকে তিনি ১১ বছর ধরে পলাতক ছিলেন।

জানা যায়, ২০১৩ সালে পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে সাদমান সাকিব প্রিন্স (১৪) একই বছরের ২৯ আগস্ট নিখোঁজ হয়। সাকিব পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনির ছাত্র ছিলো। ১ সেপ্টেম্বর সকালে শহরের সিআই পাড়া রায়ের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

এ ঘটনায় প্রতিবেশী দুই ভাই মো. নাফিজ হাসান নাহিদ ও মো. নাজমুল হাসান নাইমসহ ৮ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন প্রিন্সের বাবা মো. জাকির হোসেন সরদার (লিটন)। মামলার বিচার শেষে আদালত মো. নাফিজ হাসান নাহিদ ও মো. নাজমুল হাসান নাইমকে মৃত্যুদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। হত্যাকান্ডের পর থেকে নাহিদ কারাগারে থাকলেও নাঈম পলাতক ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, আসামি নাঈম পলাতক থাকাকালীন প্রতারণার দায়ে তার নামে সাভার থানায় একটি প্রতারণার মামলা হয়। মামলার তদন্তকারী অফিসার আসামির নাম-ঠিকানা পিসিপিআর যাচাইয়ের জন্য ইন্দুরকানী থানার অনুসন্ধান টিমে পাঠান। অনুসন্ধান টিমের তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. মুনসুর আলম অনুসন্ধানকালে জানতে পারেন আসামি ঢাকায় পলাতক আছেন। সাভার থানার রুজুকৃত মামলার বাদী মো. গিয়াস উদ্দিনের সাথে ইন্দুরকানী থানা পুলিশ যোগাযোগ করে আসামির ছবি ও মোবাইল নম্বর নেন। তখন ইন্দুরকানী থানা পুলিশ জানতে পারেন আসামি নাঈম ছদ্মনাম আরমান ব্যবহার করে তার কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার ঢাকার ঠিকানা সংগ্রহ করে ১১ বছর ছদ্মনামে আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ