ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৬

গাজীপুরে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের গাছা থানার হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মতকুলা গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে হারিকেন এলাকায় নিজের ভ্যান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রফিকুল ইসলাম। এসময় গাজীপুরগামী পাথর বোঝাই একটি ড্রামট্রাক তার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ