কিশোরগঞ্জের হোসেনপুরে আবু হানিফ (৩৪) নামে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ ফেব্রয়ারি) রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু হানিফ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আবু হানিফ কুমিল্লার বুড়িচং থানার মামলা নং-১১ (তারিখ: ০৮/০৩/২০১৭) এজাহারভুক্ত আসামি। তার বয়স যখন ১৩-১৪, তখন তিনি বাড়ি থেকে সিলেটে চলে যান। সেখানে থেকেই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এরপর কুমিল্লায় দীর্ঘদিন অবস্থান করে সেখানে হত্যা-ডাকাতিসহ পুলিশের ওপর হামলা-মামলায় অভিযুক্ত হন। এ সময় কুমিল্লার বুড়িচং থানায় তার নামে চারটি মামলা হয়।
মঙ্গলবার বিকেলে তিনি তার গ্রামের বাড়িতে ১০ বছর পর অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, আসামি আবু হানিফকে গ্রেপ্তারের পর জানা যায়, তার নামে কুমিল্লাসহ আশেপাশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে একজন পেশাদার ডাকাত। তাকে বুধবার (১৪ ফেব্রয়ারি) দুপুরে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নয়াশতাব্দী/টিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ