ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

নিজের অটোরিকশায় চাঁপা পড়ে প্রাণ গেল চালকের

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশার সামনের চাকা খুলে উল্টে গিয়ে হাবিবুর রহমান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৪ফেব্রুয়ারি) সকাল ৯টায় কানুরামপুর-ত্রিশাল সড়কে মধুপুর বাজার ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমান অটোরিকশা নিয়ে সকাল ৯টার দিকে মধুপুর বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে চরশ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। মধুপুর বাজার ব্রিজের পশ্চিম পাশে যেতেই হঠাৎ অটোরিকশার সামনের চাকা খুলে যায়। এসময় অটোরিকশাটি উল্টে গেলে নিচে চাপা পড়েন চালক হাবিবুর রহমান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মিন্টু বলেন, অটোরিকশার সামনের চাকা খুলে গিয়ে উল্টে যায়। ওই অটোরিকশার নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই চালক হাবিবুর রহমানের মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার (ওসি) তদন্ত মো. আবুল হাসেম বলেন, অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ