নওগাঁর সাপাহারে জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধুইল বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় নারীসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতরা সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে উভয়পক্ষ সাপাহার থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেন।
মধুইল বাজারের আব্দুল জলিলের ছেলে মমিনুল ইসলাম (৩৮) অভিযোগে করে বলেন, ক্রয়সূত্রে জমির মালিকানা পেয়ে ৫০ বছর যাবৎ বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।
জানা যায়, ঘটনার দিন শুক্রইল গ্রামের বদিরুজ্জামানের ছেলে রব্বু (৪০) এর নেতৃত্বে ২৫/২৬ জন উক্ত সম্পত্তির মালিকানা দাবি করে মমিনুলকে উচ্ছেদ করার উদ্দেশ্যে দলবদ্ধ হয়। এ সময় লোহার রড, ধারালো হাসুয়া, কুড়াল, বাঁশের লাঠি নিয়ে মমিনুলের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাড়ির চারদিকে থাকা ইটের প্রাচীর, টিনের ছাউনী ভাঙচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে তারা। বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে মমিনুলের মেঝো ভাই নুর মোহাম্মদ, বড় ভাই এমাজ উদ্দীন, বড় ভাবী মরিয়ম এবং অভিযুক্ত রব্বুসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে মমিনুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে প্রতিপক্ষরাও একটি পাল্টা অভিযোগ করেন।
এ বিষয়ে রব্বুর ভাই ও আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিতে আমার শ্বশুরের অংশ আছে। ঘটনার আগের রাতে অন্ধকারে প্রাচীর নির্মাণ করতে গেলে, এই ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় আমরা ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/টিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ