ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতনামার

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে শহরের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে, তিনি এই এলাকার কেউ নয়। তাই তাকে কেউ চিনতে পারছেন না।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ