বান্দরবানের রুমা উপজেলায় ১১৫ একর জমির পপিখেত পুড়িয়ে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রুমা ব্যাটালিয়ন-৯ এর ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পপিখেতের গাছ, ফুল ও ফল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার বাজারপাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন সদর ইউনিয়নের বগারমুখ পাড়া এলাকার উমবাক্ক পাহাড়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় নিষিদ্ধ পপি চাষ করা ক্ষেত এর সন্ধান পেলে রুমা ব্যাটালিয়ন-৯ এর ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, পাহাড়ে চাষকৃত প্রায় ১১৫ একর জমির ধ্বংসকৃত অবৈধ পপির ওজন আনুমানিক ২ হাজার ৮৭৫ কেজি এবং যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ২১ কোটি টাকা।
দূর্গম-পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল ও দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এই ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।নয়াশতাব্দী/ডিএ/
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ