ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গপোসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ, ট্রলার ভস্মীভূত

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই জেলে দগ্ধ হয়েছেন। এছাড়া বিস্ফোরণের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের মাছধরা ট্রলার ও জাল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গঙ্গামতি সংলগ্ন সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ট্রলার মালিক মো. ইছা গাজী।

দগ্ধ দুই জেলে হলেন- সাহেব আলী (৪৫) ও মামুকে (২৪)। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জেলে সাহেব আলীর শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গেছে।

দগ্ধ জেলেরা জানান, ট্রলারটি নিয়ে ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট থেকে মাছ শিকারের লক্ষ্যে বঙ্গোপসাগরের পথে যাত্রা করেন ৬ জেলে। পরে সাগর মোহনায় পৌঁছালে ভাত রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয়।

এ সময় প্রাণরক্ষায় জেলেরা সাগরে ঝাঁপ দিলে অন্য একটি মাছধরা ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। তবে বিস্ফোরণের পর আগুন নেভাতে গিয়ে সাহেব আলী ও মামুন দগ্ধ হন। পরে জেলেরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

নয়াশতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ