কিশোরগঞ্জের হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সুমন মিয়া (২১) নামের এক যুবক্কে ছুরিকাঘাতে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত সুমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহতের মা রুনা আক্তার হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে আসামি ছানাউল্লাকে গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিমান্তবর্তী উত্তর গোবিন্দপুর গ্রামের মহিলা মাদরাসার ছাত্রীদের স্থানীয় কিশোর গ্যাংয়ের বখাটে ছানাউল্লাহ ও তার দলবল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কয়েকদিন আগে তার খালাতো বোন ও তার বান্ধবীদের উত্ত্যক্ত করার সময়, সুমন বখাটেদের বাধা দেয়। এতে ছানাউল্লাহ ক্ষীপ্ত হয়ে তার দলবল নিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
এ ঘটনায় সুমনের মা থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ সদর এলাকার চর মারিয়া থেকে এক নম্বর আসামি ছানাউল্লাকে গিয়ার চাকুসহ গ্রেপ্তার করে। ছানাউল্লা উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের হাসেম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নয়া শতাব্দী/এসআর/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ