ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিয়াজুল ইসলাম রিশাত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।একই ঘটনায় আহত হয়েছেন সন্দ্বীপ (১৮) নামে আরও এক যুবক।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে সিরাজুলের ঘুন্টির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক।

নিহত রিয়াজুল ইসলাম রিশাত রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও একই গ্রামের সুভাষের ছেলে সন্দ্বীপ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈল থেকে নেকমরদের দিকে যাওয়ার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুইজন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ