ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মোহিত মিয়া (৩৭) নামে এক যাত্রী ও আনোয়ার হোসেন (৩২) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশ্রব আলী নামে আরেক যাত্রী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহিত মিয়া উপজেলার জারিয়া-নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আনোয়ার হোসেন জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

দুর্ঘটনার সময় স্থানীয়রা অনিক (২৩) নামের ট্রাক-হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক অনিক নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকার মৃত রব্বানীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার শ্যামগঞ্জ থেকে দুজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার জারিয়া এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আশ্রব আলী নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পূর্বধলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত দুজনের আরটিএ সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ