ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

দেড়মাস ধরে নিখোঁজ বাবার খোঁজ চাইলেন ছেলে

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৬
নিখোঁজ তহুরুল ইসলাম (৬৩)। ছবি- জাফর রাজু

ঝিনাইদহে দেড়মাস ধরে তহুরুল ইসলাম (৬৩) নিখোঁজ। তিনি ঝিনাইদহ সদর থানার হুয়াইল গ্রামের মৃত ছলিমউদ্দিন বিশ্বাসের ছেলে।

নিখোঁজের ছেলে রবিউল ইসলাম জানান, আমার বাবা একজন মানসিক রোগী। তিনি নিজের ইচ্ছেমতো মাঝেমধ্যে হাট বাজারে চলে যেতেন, আবার বাড়িতে ফিরে আসতেন। কিন্তু গত ৮ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে আর ফিরে আসেননি। এমনকি কোনো আত্মীয়-স্বজনের বাড়িতেও যাননি। বহু খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি।

বাবার বিষয়ে বর্ণনা দিয়ে রবিউল ইসলাম জানান, তার গায়ের রং কলো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, চুল/দাঁড়ি/গোফ পাকা, নাক, কান, মুখ, হাত স্বাভাবিক। গায়ে আর্মি কোট ও পরনে চেক লুঙ্গি ছিলো। হাত ব্যাগে কম্বল ও কাপড়-চোপড় ছিলো। তিনি ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৯৯৬। যদি কোনো ব্যক্তি সন্ধান পান, তাহলে নিকটস্থ থানায় বা ঝিনাইদহ সদর থানায় অথবা এই মোবাইল নম্বরে ০১৯১৮-৯৫৪৬৯৮ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ