ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শিয়ালের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল বাইক চালকের

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সাইদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার রামনগর-ভালাইপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মজের মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ওয়েলডিং মিস্ত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. ইলিয়াস হোসাইন জানান, সাইদুল ইসলাম রাতে ইব্রাহিমপুর গ্রাম থেকে মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। রামনগর-ভালাইপুর সড়কের মাঝামাঝি পৌঁছাতেই হঠাৎ তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি শিয়ালের ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহরাব পরীক্ষা-নিরিক্ষা করে মোটরসাইকেল আরোহী সাইদুলকে মৃত ঘোষণা করেন।

সাইদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ