ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মান্দায় সরকারি কবরস্থানের গাছ কেটে সাবাড়

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৬

নওগাঁর মান্দায় সরকারি একটি কবরস্থান থেকে বেশকিছু মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মামুনুর রশীদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামের কবরস্থান থেকে এসব গাছ কেটে নেওয়া হয়।

অভিযুক্ত মামুনুর রশীদ সরদার চককেশব প্রামাণিক পাড়া গ্রামের ইয়াকুব সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, চককেশব মৌজায় এক নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে কবরস্থান রয়েছে। সেখানে এলাকার লোকজন মেহগনি গাছ রোপণ করে। গাছগুলো এখন অনেক বড় হয়েছে। হঠাৎ করেই সোমবার সকাল থেকে লোকজন দিয়ে গাছগুলো কেটে নেয় মামুনুর রশীদ।

নামপ্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা জানান, গাছ কাটতে বাধা দেওয়ায় মামুন ও তার লোকজন আমাদের বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে। এরই মধ্যে ১০টি গাছ কেটে নেওয়া হয়েছে। অবশিষ্ট গাছগুলোও দু-একদিনের মধ্যে কেটে নেওয়ার হুমকি দিয়েছে মামুন।

অভিযুক্ত মামুনুর রশীদ সরদার বলেন, কবরস্থানের পাশে একটি কেজি স্কুল চালু করা হয়েছে। শিক্ষার্থীদের বসার জন্য সেখানে চেয়ার-বেঞ্চ প্রয়োজন। তাই কবরস্থানের গাছগুলো কেটে নেওয়া হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ