ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টিটু হত্যার প্রধান আসামি ছাত্রলীগ নেতা রোমান গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬

নেত্রকোণার পূর্বধলায় আলোচিত মো. রেজাউল ইসলাম টিটু (১৬) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান তালুকদারকে (২৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব-১৪ এর অভিযানে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আসামি রোমন তালুকদারকে গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়া শেষে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর পূর্বধলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম টিটুর মৃত্যু হয়।

নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে। পরবর্তীতে ভিকটিমের মা আয়েশা বেগম বাদী হয়ে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

নয়াশতাব্দী/ডিএ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ