ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মাদরাসা সুপার ও সভাপতির নিয়োগ বাণিজ্য, শাস্তি দাবি

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

ময়মনসিংহের নান্দাইলে ধুরুয়া ডিএস দাখিল মাদরাসা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত মাদরাসা সুপার তাজুল ইসলাম ও সভাপতি আব্দুল কাদিরের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে তারা মাদরাসা সুপার তাজুল ইসলাম ও সভাপতি আব্দুল কাদিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

কিছুদিন আগে নিয়োগ বাণিজ্যের ভাগ বাটোয়ারার টাকা নিয়ে মাদরাসা সুপার, সভাপতি ও বিদোৎসাহী সদস্যের মধ্যে কথোপকথনের দুটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই মাদরাসা সুপারকে শোকজ করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। তবে এলাকাবাসী ও মাদরাসা শিক্ষার্থীরা ওই নিয়োগ বাতিলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অন্যথায় বিভিন্ন কর্মসূচির আল্টিমেটাম দেয় তারা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ