ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬

নান্দাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৩

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রয়ারি) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।

বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বিজ্ঞানমনষ্ক ক্ষুদে শিক্ষার্থীদের আবিষ্কার ও উদ্বাবনী বিষয় দেখতে ভিড় জমান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিজ্ঞান মেলায় কেউ বানিয়েছে পরিবেশ দূষণমুক্ত স্মার্ট শহরের মডেল, কেউ করেছে বিকল্প বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, কেউবা করেছে নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আদর্শ গ্রাম, কেউ করেছে ক্লিন এনার্জি ও প্রজেক্ট। এভাবেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলাদা আলাদা স্টল সাজিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, উপজেলা কৃষি অফিসার মো. আনিসুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. ফজিলাতুন্নেছা ও নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ