ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মাদকসহ ডজন মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১

বরগুনা সদর উপজেলার চিহ্নিত মাদক কারবারি মো. মনির হোসেন সরদারকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন যাবৎ মাদক ও অস্ত্রসহ তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন সরদার সদর উপজেলার নলটনা ইউনিয়নের মৃত মো. সফেজ উদ্দিন সরদারের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মো. মনির হোসেনের বিরুদ্ধে সদর থানায় ২০১৪ সাল থেকে ১২টি বিভিন্ন মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ