ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

চুয়াডাঙ্গায় সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলামিন হোসেন (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের জাফরপুর যুব উন্নয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আব্দুল হালিমের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শারাফাত জানান, আলামিন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সিগারেট কোম্পানির অফিস জাফরপুর গ্রামে যাচ্ছিল। জাফরপুর যুব উন্নয়নের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

নয়াশতাব্দী/টিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ