কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকতে গেলে নবাব আলী (৩৫) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক নবাব আলী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের জয়নাল হকের ছেলে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দাঁতভাঙ্গা সীমান্তে তাকে আটক করা হয়।
জানা যায়, নবাব আলী কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করার খবর পায় বিজিবির একটি টহল টিম। এসময় গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, আটক চোরাকারবারির নামে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/টিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ