ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ক্যান্সার প্রতিরোধে টিকা নিলেন দৌলতদিয়ার যৌনকর্মীরা

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩

জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে এশিয়ার দ্বিতীয় ও দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীর কর্মীদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাই কেয়ার ও প্রফেসর ডা. জিন্নাত আরা নাসরিনের (গোল্ড মেডেলিস্ট, ঢামেক) সহযোগিতায় বিনামূল্যে এ টিকা দেওয়া হয়।

জানা যায়, দৌলতদিয়ার বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশের আয়োজনে নিজস্ব ক্যাম্পাসে ১২ থেকে ২৫ বছর বয়সী ১৫ তরুণীকে বিনামূল্যে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। তাদের টিকা দেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী প‍্যারামেডিক বেদেনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন- বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশের ম্যানেজার মো. মুজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়া বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশের প্রজেক্ট অফিসার (শিক্ষা) শেখ রাজীব, স্থানীয় সাংবাদিক মোজাম্মেল হক লাল্টু।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ