ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

‘আমারে হেট্রিক করায়ছেন, আমার চাচারেও করায়ছেন’

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

‘আমারে হেট্রিক করায়ছেন, আমার চাচারেও হেট্রিক করায়ছেন।’ তিন-তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করা নিয়ে এমনই মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের ব্রাহ্মন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় নিক্সন চৌধুরী বলেন, বিদ্যালয়ের চার তলা ভবন তৈরি করে দিয়েছি। সামনে পুকুর ভরাট করে দেবো। বিদ্যালয়ের প্রাচীরও নির্মাণ করা হবে।

শিক্ষার্থীরা ভালোমতো পড়াশোনা করতে পারবে জানিয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘এই ব্রহ্মন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বাচ্চারা পড়ালেখা, খেলাধুলা ও শরীরচর্চা করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসবে, এটাই আমার পূর্ণ আশা।’

এদিন সকাল ৯টা থেকে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রথম ধাপে সকালে বিভিন্ন ইভেন্টে খেলা এবং ২য় ধাপে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল ৪টার দিকে প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) অনুষ্ঠানে যোগ দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসিক ইকবাল (স্বপন), ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ