নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্বাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউসুফ আলীর ছেলে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আব্বাস রাজশাহী থেকে আঁচল পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছিলেন। পথে কাছিকাটা টোলপ্লাজায় পুলিশি তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলিসহ দুইটি ম্যাগাজিন পাওয়া যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্বাস নামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করছেন।
গুরুদাসপুর-সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান বলেন, গ্রেপ্তার আব্বাসকে তিনি একান্তে জিজ্ঞাসাবাদ করেছেন। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।
নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ