চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে সাইদুর (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, নিহত সাইদুর গাছ কাটা শ্রমিকের কাজ করেন। তিনি সন্তোষপুর গ্রামের একটি বাগানে গাছ কাটতে যান। সেখানে একটি গাছ অর্ধেক কেটে তার নিচে বসেছিলেন। হঠাৎ ওই গাছটি তার উপর পড়লে মারাত্মক আহত হন তিনি।
এ সময় স্থানীয়রা সাইদুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/ডিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ