ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

গড়াই নদী থেকে বালু তোলায় চারজনের কারাদণ্ড

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখ (৪০), চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখ (২৫), সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলাম (১৮) এবং একই গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান চলবে।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ