ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

সেচ নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২০

কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্প নিয়ে বিরোধের জেরে আব্দুর রহিম (৪৭) নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাদেকুল ইসলাম গং‌দের বিরুদ্ধে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া, জোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রহিম ওই এলাকার মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবৎ সেচ পাম্প নিয়ে ছাদেকুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা গত শনিবার সকাল ৯টায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আব্দুর র‌হি‌মের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে, তার ছোট ভাই রাজু মিয়া তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় তাকে অবরুদ্ধ করে এলোপাতাড়িভাবে মারপিট করে। এই সময় আব্দুর রহিম, তার স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

ছাদেকুল ইসলাম ধারা‌লো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের মাথায় কোপ মেরে গুরুতর আহত করলে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তখন অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে উলিপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) গোলাম মর্তুজা বলেন, আসা‌মি গ্রেপ্ত‌া‌রের চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ