কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি কাস্টমস সংলগ্ন খাল থেকে ফের অজ্ঞাতনামা এক ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বালুখালি কাস্টমস সংলগ্ন খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, বালুখালির কাস্টমস খালে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তকরণে কাজ চলছে।
গতকালও বিকেল ২টার দিকে বিজিবি ও পুলিশের সহায়তায় রহমতেরবিল সীমান্ত এলাকায় অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ