ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মুন্সীগঞ্জে বকেয়া বেতনের দাবি আউটসোর্সিং কর্মচারীদের

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০

মুন্সীগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালে ও স্বাস্থ্য বিভাগের আউটসোর্সিং কর্মচারীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের ফটকের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মচারীরা।

কর্মচারীরা জানায়, বিগত ১৯ মাস যাবৎ জেলায় দায়িত্ব পালন করলেও কোনো বেতনভাতা প্রদান করা হচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ৯১ জন আউটসোর্সিং কর্মচারীকে। ঋণ ধার করে দৈনন্দিন ব্যয় চালাতে নানামুখী সমস্যা হচ্ছে তাদের।

এবিষয়ে বারবার সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন তারা। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ ও বকেয়া বেতন নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনকারীরা।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজ, জামাল, সেতু, জয় প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ