ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ভাইয়ের কোদালের কোপে ভাইয়ের মৃত্যু 

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯

গাইবান্ধা সদরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই সিয়ামের কোদালের আঘাতে জেঠাতো ভাই মাহফুজুর রহমানের (৪২) মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা।

নিহত মাহফুজুর রহমান (৪২) পশ্চিম হাসেম বাজার হাজী পাড়া গ্রামের মৃত তাহের মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচা মোকছেদুলের সঙ্গে তাহের মুন্সির ছেলে মাফফুজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জমির পানি দেখতে যান মাহফুজুর। এ সময় জমিতে গিয়ে চাচা মোকছেদুল ভাতিজা মাহফুজুরকে জিজ্ঞেস করেন, কার অনুমতি নিয়ে জমি রোপণ করেছো? এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচা মোকছেদুল ও মোকছেদুলের ছেলে সিয়াম (২০) মাহফুজুরের উপর লাঠি ও কোদাল দিয়ে হামলা করে। এ সময় চাচাতো ভাই সিয়াম কোদাল দিয়ে মাহফুজুরের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ