ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে প্রধান বিচারপতির সন্তুষ্টি 

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৬

ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং তাদের পরিবারের সদস্যরা। পরিদর্শনকালে প্রধান বিচারপতিকে গাইডেড ভিজিট করান ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এবং পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্তব্য করে বলেন, জাদুঘরে অনেক পুরোনো কীর্তি রয়েছে। সেগুলোই প্রমাণ করে এই অঞ্চল অতীতে কতটা সমৃদ্ধ ছিল। তাছাড়া জাদুঘরের নিদর্শনগুলো সুন্দরভাবে সাজানো ছিল। যা সবাইকে মুগ্ধ করেছে।

নয়াশতাব্দী/টিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ