মাগুরায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্টেডিয়াম পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মুহাম্মদ মুবিন (২০), একই এলাকার তেজারত হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২২)। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মাগুরা থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী ঝিনাইদহ যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালকসহ ৩ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ একজনকে মৃত ঘোষণা করেন।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই রজিবুল হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে ছোট ব্রিজ এলাকায় পণ্যবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। অপর ২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্য ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ