ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নির্বাচন ঘিরে জমে উঠেছে বরিশাল আইনজীবী পাড়া

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫

এই মাসের ১৫ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বরিশাল আইনজীবী পাড়া। ভোটারদের মধ্যে কৌতুহল আর প্রচারণায় কোর্টের অলিগলি হয়ে উঠেছে উৎসবমুখর।

এ উপলক্ষে ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে আদালত চত্বর। পাশাপাশি ভোটারদের কাছে প্রার্থীরা ছুটছেন সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত। একে অপরের সাথে কুশল বিনমিয় ও দোয়া কামনা করে আদালত চত্বরে ছুটছেন সব প্রার্থীরা।

বিগত বছরগুলোর মত এবারও বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সভাপতি পদে নির্বাচন করছেন আওয়ামী সমর্থিত প্রার্থী মো. গোলাম কবির বাদল এবং বিএনপি সমর্থিত এসএম সাদিকুর রহমান লিংকন। সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম খান মঞ্জু, বিএনপির অসীম কুমার বাড়ৈ ও তারিকুল ইসলাম।

সাধারন সম্পাদক পদে আওয়ামী লীগের খান মো. মোর্শেদ ও বিএনপির মির্জা মো. রিয়াজ হোসেন। অর্থ-সম্পাদক পদে আওয়ামী লীগের মিজানুর রহমান টিটু ও জামায়াতের মো. ফরিদ উদ্দিন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আওয়ামী সমর্থিত প্রার্থী মো. মনির হোসেন, প্রদীপ কুমার রায় উজ্জ্বল এবং বিএনপি সমর্থিত ইমতিয়াজ আহমেদ, মো. রাকিব হাসান।

কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামী লীগের সজল মাহমুদ, মিলন ভুইয়া, নুপুর রানী ভদ্র ও সোহেল রানা শান্ত এবং বিএনপির মো. রিয়াজুল হক, মো. মাইনুল ইসলাম সজল, আবুল খায়ের রতন, ফাহাদ বিন আহসান।

বর্তমানে নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা ক্রমান্বয়ে বাড়ছে। দিনরাত ভোটারদের বাড়ি গিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

নয়াশতাব্দী/টিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ