ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

চায়ের দোকানে বসতেই অতর্কিত হামলা

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮

বরিশালের বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় মাসুদ হাওলাদার নামে এক কৃষকলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভরপাশা ইউনিয়নের মহাসড়কের পাশে আনসার রোড বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষকলীগ নেতা মাসুদ হাওলাদার চা খাওয়ার জন্য আনসার রোড সংলগ্ন শহীদ হাওলাদারের দোকানে গিয়ে বসেন। এসময় পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান একই ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা মো. সালাউদ্দিন আহমেদ মন্টু হাওলাদার ও তার ভাই আল মামুন হাওলাদার।

এসময় স্থানীয়রা মাসুদ হাওলাদারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখে, উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মাসুদ হাওলাদার বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এঘটনায় সালাউদ্দিন আহমেদ মন্টু ও তার ভাই আল মামুন হাওলাদারের নামে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, আমরা ঘটনাটি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ