ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

পাখি শিকারে গিয়ে নিজেরাই ‘শিকার’ হলেন!

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১

পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইঁদুর মারার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২)।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নাদিম ও ইমাম ওই গ্রামের আয়নাল হক মাঝির ছেলে। তারা দুভাই উড়িবুনিয়া এলাকার একটি মুরগি ফার্মে কাজ করতেন এবং সেখানেই পরিবার নিয়ে বসবাস করতেন।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইঁদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেন। শুক্রবার গভীর রাতে নাদিম ও ইমাম দুই ভাই ওই জমিতে পাখি শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার সকালে স্থানীয়রা দুভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

দুভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নেছারাবাদ থানা পুলিশ।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ